রেডজোন এলাকার নির্দেশনা :
১। সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজামায়েত নিষিদ্ধ করা হলো। সকল জনসাধারন আবশ্যিকভাবে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করবেন।
২। সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে বেসরকারি গাড়ি চলাচলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অনুমতি গ্রহণ করতে হবে। এ্যম্বুলেন্স, রোগী পরিবহন, স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিবর্গের (অনডিউটি) পরিবহন, কোভিড-১৯ মোকাবিলা ও জরুরী পরিসেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ী, জরুরী সংবাদকর্মীর গাড়ী, কৃষিপণ্য, খাদ্য ও মজুদ সরবরাহকারী গাড়ি এর আওতার বাহিরে থাকবে।
৩। সকল প্রকার দোকানপাট, শফিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সকল হাসপাতাল, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ঔষধের দোকান, ক্যাবল টিভি, ইন্টারনেট সেবা ও মোবাইল ব্যাংকিং পরিষেবা এর আওতার বাইরে থাকবে। ব্যাংক সমূহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত নির্দেশান অনুযায়ী ব্যাংকিং সেবা প্রদান করবে।
৪। লামা উপজেলার রেড জোন ঘোষিত এলাকার সাথে অন্য কোন এলাকার যানবাহন ও জনসাধারনের চলাচল বন্ধ থাকবে এবং রেডজোনভূক্ত এলাকায় কেউ প্রবেশ বা রেড জোনভূক্ত এলাকা থেকে কেউ বাহিরে যেতে পারবেন না।
৫। প্রকাশ্য স্থানে গনজমায়েত করে কোন প্রকার ত্রাণ, খাদ্য সামগ্রী বা অন্য কোন পন্য বিতরণ করা যাবে না।
৬। সরকারি সিদ্ধান্ত মোতাবেক রেড জোন এলাকার মসজিদ সমূহের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ ব্যতীত অন্য সকল মুসল্লীকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় ও জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশনা প্রদান করা হলো। মসজিদে জামাত চালু রাখতে ৫ ওয়াক্তের নামাজে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অনধিক ৫জন এবং জুমার নামাজে অনধিক ১০ জন অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য ধর্মের অনুসারীদেরকে স্ব স্ব উপসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপসনা করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
৭। লকডাউন চলাকালীন রেডজোন ঘোষিত এলাকায় জরুরী ঔষধ ও খাদ্য ক্রয় এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে জনসাধারনকে লামা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরদের সাথে যোগাযোগ পূর্বক স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেয়ার জন্য অনুরোধ করা হলো।
৮। লামা পৌরসভার মেয়র ওয়ার্ড ভিত্তিক ভ্যান অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে ভ্রাম্যমান শাকসবজি ও কাঁচামাল বিক্রির ব্যবস্থা করবেন।
৯। যে কোন প্রয়োজনে তথ্য আদান প্রদানের জন্য লামা উপজেলা প্রশাসনের কন্ট্রোলরুম (মোবাইল- ০৩৬১-৭১০০২) যোগাযোগ করতে বলা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS