Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
৩ দিনব্যাপী কৃষি ও ফলদ বৃক্ষ মেলা-২০১৪লামা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা্ প্রশাসনের যৌথ আয়োজনে শুভ উদ্বোধন হয়েছে
Details

 

“দেশীফলেরঅনেকগুণ, নেইকোজুড়িতার' স্বাদেঅর্থেতুলনাহীন, পুষ্টিকিংবাআহার” এশ্লোগানেলামাউপজেলাকৃষি  সম্প্রসারনঅধিদপ্তর ও উপজেলা্ প্রমাসনের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি ও ফলদ বৃক্ষ মেলা-২০১৪ শুভ উদ্বোধন হয়েছে । উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থোয়াইনু অং চৌধুরী উপজেলা চেয়ারম্যান, এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবহিনী আলীকদম জোন কমান্ডার ল্যাফটেন্যান্ট কর্ণেল মোঃ আলমগীর কবির মহোদয়,  আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তাহের ভাইস চেয়ারম্যান, জনাব শারাবান তহুরা মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব মাহবুবুর রহমান উপজেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল বিভিন্ন সরকারী অফিসের বিভাগীয় কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিববর্গ । এবারের মেলায় অন্যতম অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এগ্রো সার্ভিস সেন্টার, বৃটিশ এ্যামেরিকান টোবাক্য বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা প্রকল্প-কারিতাস, বন বিভাগ লামা রেঞ্জ, এনজেড একতা মহিলা সমিতি এবং ব্যক্তিগত নার্সারী মালিকগণ । দেশের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপ্রচলিত ফলদ ও ভেষজ সমুহের প্রদর্শনীর মাধ্যমে সচেতন নাগরিক গড়ে তোলার পাশাপাশি আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এবারের মেলার আয়োজন সূচনা করা হয়।

মেলার আয়োজকগণের সাথে আলোচনায়জানা যায়, জনগনেরমাঝেকৃষিবিভাগেরসকলতথ্যসহজতরকরারলক্ষ্যেতিনদিনব্যাপীমেলাটিরআয়োজনকরাহচ্ছে।মেলায়কৃষিবিভাগেরপক্ষথেকেকৃষকসহসংশ্লিষ্টসকলকেচাষাবাদেরউপরদিকনির্দেনাদেওয়াহবে।তিনিবলেন, মেলাটিমঙ্গলবারথেকেশুরুহয়েবৃহস্পকিবারবিকেলপর্যন্তচলবে।

Images
Attachments