Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
লামা উপজেলায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) প্রশিক্ষণ সম্পন্ন
Details

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) বাস্তবায়নে লামা উপজেলার গজালিয়া, লামা, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রুপসীপাড়া, ও ফাইতং সহ মোট 7টি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও ইউপি সচিবদের চার দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 21 জুন থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সামসুন নাহার সুমি । এতে প্রতিটি  ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও ইউপি সচিব, ইউপি কমিটি, তদারকি কমিটিসহ 126 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
21 জুন থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে এলজিএসপি প্রকল্প বাস্তবায়নে স্কিম গ্রহণ ও বাস্তবায়ন নীতিমালা, ইউনিয়ন পরিষদের হিসেব ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণ, ক্রয় পদ্ধতি, রিপোর্টিং ও মনিটরিং পদ্ধতি এবং ষান্মাসিক প্রতিবেদন তৈরিসহ ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট আইনকানুন সম্পর্কে বিষদ আলোচনা করা হয়।

উক্ত প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন  জনাব মোঃ শাহী নেওয়াজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, লামা উপজেলা।

Images
Attachments