Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
লামায় ‘বাড়ি বসে বড় লোক’ বিষয়ক অনলাইন আউট সোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন
Details

বান্দরবানের লামায়‘বাড়ি বসে বড়লোক’ বিষয়ক অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণের আয়োজন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় টিএমএসএস দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসে উপার্জন করার কৌশল ও কর্মদক্ষতা গড়ে তুলতে ‘দক্ষতা বাড়ান, আইটি উদ্যোক্তা হোন’ শ্লোগানকে সামনে রেখে দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় এ প্রশিক্ষণ দিচ্ছে।

এরই আওতায় লামা উপজেলার ৪৫ জন শিক্ষিত বেকার যুবক-যুবতী ও ৭টি ইউনিয়নের উদ্যাক্তা, শিক্ষানবিশ উদ্যোক্তাগণকে নিয়ে দু’দিনের প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার, ও ৬ নং রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  ছাছিংপ্রু মার্মা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ্বব্যাপী আউটসোর্সিং কাজের বিশাল সম্ভাবনা রয়েছে। এসম্ভাবনাকে বাস্তবায়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের শিক্ষিত-ছেলেমেয়েরা এক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। আউটসোর্সিং’র সুফল নিয়ে আরও বলা হয়, আউটসোর্সিং’এ ঢাকা এখন বিশ্বের ৩য় শহর। তবে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এখনও নারীদের অংশগ্রহণ কম। যেকারণে ঘরে বসে তথ্যপ্রযুক্তি ব্যবহারে নিজেকে স্বাবলম্বী ও পরিবারে স্বাচ্ছন্দ্য এনে দিতে একর্মসূচি নেওয়া হয়েছে। 

প্রশিক্ষকের দায়িত্বপালন করছেন টিএমএসএস ওআইসিটির মাষ্টার ট্রেইনার এস এম সুমন ও ট্রেইনার মেহেদী হাসান, সার্বিক সহযোগীতায় আছেন উপজেলা প্রশাসনের পক্ষথেকে  মোঃ আব্দুল কাদের ও মোঃ কামরুল হাসান পলাশ ও সার্বিক ব্যবস্থাপনায় আছেন উপজেলা টেকনিশিয়ান জাহেদুল ইসলাম। প্রশিক্ষণ শেষে ১০ জনকে বান্দরবান  জেলায় ৫ দিনের ট্রেনিং-এ নেয়া হবে এবং জেলায় ১ম স্থান অধিকারীকে ১টি ল্যাপটপ উপহার দেয়া হবে।

Images
Attachments