দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৪ লামা উপজেলা পরিষদ চত্ত্বরে ২৪ এপ্রিল’১৪ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে বিকেলে শেষ হয়েছে। উক্ত মেলায় বাংলাদেশ সরকারের ডিজিটাল ভিশন ২০২১ বাস্তাবয়নে সকলের সর্বাগ্রে ডিজিটাল কম্পনেন্ট ব্যবহারে আগ্রহী ও উৎসাহেী হতে হবে। সকলের সমবেত অংশগ্রহণের মাধ্যমেই বাস্তবায়ন সম্পন্ন হবে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলায় উপজেলা নির্বাহী অফিসার সামসুন নাহার সুমি সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র মো. আমির হোসেন, কৃষি অফিসার মো. এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুল আলম, মাতামুহুরী কলেজ কম্পিউটার প্রশিক্ষক মোঃ ফরিদুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। সরকারের ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারণা সুস্পষ্ট করার জন্য এ ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর গুলোর দৈনন্দিন ওয়েবসাইট ও ওয়েবপোর্টাল ভিত্তিক কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ করা হয়। পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদেরকে ডিজিটাল কন্টেট ব্যবহারের উদ্ভাবনী মানসিকতা তৈরীর লক্ষে এ মেলার আয়োজন করা হয়। এছাড়া জনসাধারণের দৈনন্দিন কার্যক্রমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে বিভিন্ন সহযোগী বিষয় ব্যবহারের ক্ষেত্রে আগ্রহী করে তোলা। ইন্টারনেটে ই-মেইল একাউন্ট তৈরী, ইমেইলিং, ডাটারিজার্ভ, ডাটাশেয়ার, পোর্টালে ডাটা আপলোড করণ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা জ্ঞাপন করা হয়। শিক্ষার্থীদের বোর্ড ভিত্তিক বিভিন্ন পরীক্ষার নোটিশ, ভর্তি, রেজিস্ট্রেশন, ফলাফল ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা জ্ঞাপন করা হয়। অনলাইন সিস্টেম এ ব্লগিং, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এক্টিভিটি, ইন্টারপ্রেনার ও ওয়েব ডিজাইনিংয়ে আগ্রহী করে তোলার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ইউআইএসসি উদ্যোক্তাদের সহায়তায়-মোবাইল ব্যাংকিং, মাটি পরীক্ষা ও সারের সুপারিশ, বিদ্যুৎ বিল পরিশোধ, জীবনবীমা সুবিধা, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ভাতা ও অবসর ভাতা, বিদেশে কর্মী প্রেরণের প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জনসাধারণকে ধারনা দেয়া হয় এবং আগ্রহী করে তোলা-ই ছিল এ মেলার মূল লক্ষ্য। উপজেলা নির্বাহী অফিসার সামসুন নাহার সুমি আশাবাদ ব্যক্ত করেছেন- তথ্য প্রযুক্তির নানাবিধ সুবিধা কাজে লাগিয়ে সরকারের ভিশন ডিজিটাল বাংলাদেশ এর উন্নয়নের অংশীদার হিসেবে নাগরিকদের একজন সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে প্রস্তুত করাই হবে ডিজিটাল উদ্ভাবনী মেলার লক্ষ্য। মেলায় অংশগ্রহণকারী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে লামা সরকারী উচ্চ বিদ্যালয়, লামা মুখ উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা আইসিটি সেন্টার(ইনফো-সরকার), উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন পর্যায়ের উদ্যোক্তাগণ- লামা সদর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, গজালিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, রুপসী পাড়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, ফাঁসিয়াখালী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, ফাইতং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রসহ মোট ১২টি স্টল অংশগ্রহণ করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS