Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

জেলা সদরের সাথে যোগাযোগ:বর্তমানে বান্দরবান জেলা হতে লামায় সহজপথে যোগাযোগের জন্য লামা-সুয়ালক সড়ক ৬০কি. মি. দীর্ঘ একটি পাকা রাসত্মা লামা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কর্তৃক নির্মিত হয়েছে। তবে এ পাকা রাসত্মাটি দুর্গম ও অনেক জায়গায় নির্মাণের বিঘ্নতার কারণে এ রাসত্মা দিয়ে চলাচল খুব কমই করা হয়। যার ফলে বর্তমানে কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের লোহাগাড়া এবং সাতকানিয়া উপজেলা হয়ে বান্দরবান জেলা সদরে প্রায় ৯৮ কি.মি. পথ পাড়ি দিয়ে যেতে হয়।

যোগাযোগ ব্যবস্থা:রাজধানী ঢাকা, বিভাগীয় শহর চট্টগ্রাম, জেলা শহরের সাথে  সড়ক যোগাযোগ বিদ্যমান। লামা সদরের কিছু অংশ ও রূপসীপাড়া ইউনিয়নের কিছু অংশ ছাড়া অপর ০৪টি ইউনিয়নের সাথে উপজেলা সদরে সরাসরি গাড়ি যোগাযোগ রয়েছে। রূপসীপাড়া ইউনিয়নের অভ্যমত্মরে গাড়ির রাসত্মা নির্মাণাধীন রয়েছে। শুধুমাত্র লামা  খালের উপর প্রসত্মাবিত ব্রীজটি নির্মিত হলে সমগ্র উপজেলায় যোগাযোগ নেটওয়ার্কে আর কোন প্রতিবন্ধকতা থাকবেনা। যোগাযোগ ক্ষেত্রে বান্দরবান জেলার অন্যান্য উপজেলার তুলনায় উন্নত অবস্থানে রয়েছে লামা উপজেলা।

লামা বিভিন্ন স্থানের স্থল পথের যোগাযোগ ও দুরত্ব:

লামা সদ র হতে ঢাকা

---

২৯৬ কি.মি.

লামা সদর হতে চট্টগ্রাম

---

১৩১ কি.মি.

লামা সদর হতে কক্সবাজার

---

৭৫

লামা সদর হতে বান্দরবান জেলা সদর

 

৯৮

লামা সদর হতে চকরিয়া (চিরিংগা)

---

২৮ কি.মি.

লামা সদর হতে লামা মুখ

---

০৫ কি.মি.

লামা সদর হতে ইয়াংছা

 

১২ কি.মি.

লামা সদর হতে আলীকদম উপজেলা

---

২২ কি.মি.

লামা সদর হতে নাইক্ষংছড়ি

---

৬৭ কি.মি.

লামা সদর হতে ফাইতং ইউনিয়ন

---

৪৩ কি.মি.

লামা সদর হতে সরই ইউনিয়ন

---

২৩ কি.মি.

লামা সদর হতে আজিজনগর

---

৩৪ কি.মি.

লামা হতে উপরোক্ত স্থানেসমূহের সাথে সরাসরি গাড়ীর যোগাযোগ বিদ্যামান রয়েছে। বর্তমানে উপজেলা সদরের সাথে সুদীর্ঘ ৯৭.৫৩২ কি.মি. বিভিন্ন অঞ্চলের সাথে পাকা সড়ক সংযোগ রয়েছে। এ সকল সড়ক ভারী যানবাহন চলাচল উপযোগী। উপজেলার একমাত্র বৃহৎ নদী মাতামুহুরী নদী, যা দীর্ঘ ১৮৬ কি.মি. পথে ইঞ্জিন চালিত নৌকায় পার্শববর্তী উপজেলা চকরিয়া ও আলীকদমের সাথে নৌ যোগাযোগ সুবিধা রয়েছে। উপজেলায় বিভিন্ন রম্নটে দৈনিক প্রায় ১০০ হতে ১২০টি বাস, জীপ, ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহন যাতায়াত করেন। এছাড়া উপজেলা স্থানে প্রায় ১০০টি হতে ১৫০টি রিক্সা ও ভ্যান গাড়ি চলাচল করে। এ উপজেলায় ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থা রয়েছে। ০৩টি ডাকঘর ও একটি টেলিফোন একচেঞ্জ আছে। এ উপজেলা থেকে পৃথিবীর নানা প্রামেত্ম এখন টেলিযোগাযোগ করা সম্ভভ। এছাড়াও এ উপজেলায় ০৩টি মোবাইল কোম্পানীর নেটওয়ার্ক বিদ্যমান রয়েছে। যেমন: টেলিটক, গ্রামীণ ফোন ও রবি।