Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

মাতামুহুরী :

এ উপজেলার বুক চিরে সর্পিল গতিতে প্রবাহমান মাতামুহুরী নদী। যেমন নীল নদ মিশরের দান, ঠিক তেমনি লামা, আলীকদম ও চকরিয়া এই তিনটি উপজেলা মাতামহুরী নদীর দান বলা চলে। মাতামুহুরী নদীর নামকরণেরও একটি ইতিহাস আছে। জনশ্রম্নতি আছে এই নদী নাকি কোন একটি (একক উৎস নির্দিষ্ট ঝরণা) হতে সৃষ্টি নয়। এতি মাতৃসত্মন সদৃশ বিভিন্ন পর্বত গাত্র হতে জল চুয়ে চুয়ে পড়েই নদীর সৃষ্টি। তাই এর নাম মাতামুহুরী। পরবর্তীকালে বানান বিভ্রাট ঘটার কারণে বর্তমান নাম মাতামহুরী হয়েছে। মুহুরী শব্দের অর্থ অসংখ্য ছিদ্র দিয়ে জলপড়া ঝাজর অর্থাৎ ইংরেজীতে বলে শাওয়ার (Shower)। অপরদিকে বর্তমানে প্রচলিত বানানভেদে মহুরী, যার অর্থ লিখক (Writer)। সুতরাং মাতামুহুরী বানানই অর্থবহ ও যুক্তিযুক্ত।

লামা ও ইয়াংছা খাল হচ্ছে প্রধান নদী।