Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে লামা পৌরসভা

লামা পৌরসভা ১৭ মে ২০০১ সালে ২৮.৪৯ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে ‘খ‍‍‌‌‌’ শ্রেণীর পৌরসভা হিসাবে গঠিত হয়। যাহা লামা শহরের চতুরদিকে পাহাড় বেষ্টিত এবং পাশ দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদী বয়ে গেছে। অপার সৌন্দর্য আর সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবান পার্বত্য জেলা। সর্বোচ্চ সংখ্যক ১১ টি ক্ষুদ্র নৃ-গোষ্টী, সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং, পাহাড়ী নদী আর অসংখ্য প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্যপট বুকে নিয়ে এ পার্বত্য জেলা আপন মহিমায় সমুজ্জল। এখানকার জীবন-জীবিকা, সামাজিক আচার অনুষ্ঠান নানা বৈচিত্রে পরিপূর্ণ। পাহাড়ী কণ্যা বান্দরবানে বেড়ানোর মত অসংখ্য দর্শনীয় জায়গা রয়েছে। এসব জায়গা দিনে দিনে দেশ-বিদেশের পর্যটকদের নিকট অতি জনপ্রিয় হয়ে উঠেছে। বান্দরবানের এসব নৈসর্গিক দৃশ্য উপলব্ধি করার জন্য আপনাকে জানাই সু-স্বাগতম। পর্যটন আকর্ষণীয় স্থান হিসাবে রয়েছে মেঘলা, নীলাচল, স্বর্ণ মন্দির, নীলগিরী, শৈলপ্রপাত, রিঝুক ঝর্ণা কেউক্রাডং, বগালেক, চিম্বুক অন্যতম।

শহরের প্রাণকেন্দ্রে রয়েছে পাহাড়ী জনগণের প্রতিক মার্মা পাড়া। বর্তমানে প্রায় ৩৫,৮০৬ জন লোক এই শহরে বসবাস করে। শহরের একপাশে রয়েছে মাতামুহুরী কলেজ, পার্শেই রয়েছে আলীকদম সেনানিবাস। শহরে মোট ২৪.৪৪ কিঃমিঃ পাকা রাস্তা, ১৪.২২ কিঃমিঃআধা পাকা রাস্তা ও ১৭.৬৭ কিঃমিঃ কাঁচা রাস্তা এবং ২.৫০ কিঃমিঃ পাকা ড্রেন আছে।

লামা শহরে দুটি হাট বাজার আছে, একটি সরকারী হাসপাতাল, একটি সরকারী কলেজ আছে। মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সরকারী ১টি ও বেসরকারী ২ টি প্রতিষ্ঠান আছে। শিক্ষার হার ৩৭% । ৯টি ওয়ার্ডে ৯জন পুরুষ কাউন্সিলর, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১ জন নির্বাচিত মেয়র নিয়ে পৌর পরিষদ গঠিত। নাগরিক সেবার মধ্যে রয়েছে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা করণ, সড়ক আলোকিত করণ, রাস্তাঘাট, ড্রেইন,কালভার্ট নির্মাণ ও মেরামত করা।

পৌরসভার শ্রেণী                      ঃ      “খ”।

প্রতিষ্ঠার তারিখ                     ঃ      ১৭/০৫/২০০১ ইং।

প্রথম সভার তারিখ                           ঃ      ০৮ মে’০২ ইং।

পৌরসভার কার্যক্রম শুরু             ঃ      ০১ জুলাই’০১ইং।

প্রশাসক নিয়োগের তারিখ           ঃ      ১০ জুন’০১ ইং।

পৌরসভার প্রথম নির্বাচনের তারিখ ঃ      ০২ এপ্রিল’০২ ইং।

নির্বাচিত পরিষদের শপথ গ্রহনের তারিখ ঃ         ২৫ এপ্রিল’০২।

দিত্বীয় পৌর পরিষদের ক্ষমতা গ্রহণ         ঃ      ১৭/০২/২০১১ ইং।

তৃতীয় পৌর পরিষদের নির্বাচনের তারিখ ঃ         ৩০ ডিসেম্বর’১৫।

গেজেট প্রকাশের তারিখ             ঃ      ১২ জানুয়ারী

তৃতীয় পৌর পরিষদের শপথ গ্রহণের তারিখঃ        ২৪ জানুয়ারী’১৬।

তৃতীয় পৌর পরিষদের ক্ষমতা গ্রহণের তারিখঃ       ০৩ ফেব্রæয়ারী’১৬।

তৃতীয় পৌর পরিষদের প্রথম সভার তারিখঃ          ১১ ফেব্রæয়ারী’১৬।

৪র্থ পৌর পরিষদের নির্বাচনের তারিখঃ     ১৬ জানুয়ারী’২০২১।

৪র্থ পৌর পরিষদের গেজেট প্রকাশের তারিখঃ        ২৫ জানুয়ারী’২০২১।

৪র্থ পৌর পরিষদের শপথ গ্রহণের তারিখঃ ১১ ফেব্রæয়ারী’২০২১।

৪র্থ পৌর পরিষদের প্রথম সভার তারিখঃ  

মহাবিদ্যালয় (কলেজ)     ঃ      ১ টি।

উচ্চ বিদ্যালয়               ঃ      ৩ টি (১টি সরকারী + ২টি বে-সরকারী)।

নি¤œমাধ্যমিক বিদ্যালয় ঃ      ২টি (বে-সরকারী)।

সিনিয়র মাদ্রাসা            ঃ      ১টি।

দাখিল মাদ্রাসা              ঃ      ১টি।

প্রাথমিক বিদ্যালয়         ঃ      ১৩ টি।

ফোরকানিয়া মাদ্রাসা       ঃ      ৯টি।

 

হেফজ খানা                ঃ      ৫টি।

গীতা শিক্ষা নিকেতন      ঃ      ১টি।

আয়তন                    ঃ      ২৮.৪৯ বর্গ কিলোমিটার।

চৌহদ্দি                    ঃ      উত্তরেঃ বমু বিলছড়ি, ও গজালিয়া।

                                      দক্ষিণেঃ লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড ও আলীকদম উপজেলা।

                                      পূর্বেঃ মাতামুহুরী নদী।

                                      পশ্চিমেঃ লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড ও মাতামুহুরী নদী।

মোট লোক সংখ্যা     ঃ      ৩৫,৮০৬ জন।

পূরুষ                        ঃ      ১৮,৬১১ জন।

মহিলা                       ঃ      ১৭,১৯৫ জন।

মৌজা                      ঃ      ০২ টি (ছাগল খাইয়া + গজালিয়া মৌজার অংশ)।

শিক্ষা প্রতিষ্ঠান             ঃ      ৪৬ টি।

কাঁচা রাস্তা                  ঃ      ১৭.৬৭ কিঃ মিঃ

পাকা                       ঃ      ২৪.৪৪ কিঃ মিঃ ,

আধাপাকা                            ঃ      ১৪.২২ কিঃ মিঃ

পাকা ড্রেন                            ঃ      ২.৫০ কিঃ মিঃ

কাঁচা ড্রেন                            ঃ      ২.০০ কিঃ মিঃ

মসজিদ                    ঃ      ১৮ টি।

বৌদ্ধ মন্দির                ঃ      ০৮ টি।

হাট বাজার                 ঃ      ২ টি।

স্বাক্ষরতার হার             ঃ      ৫৭%

এছাড়া পৌরসভায় পৌর এলাকার বিরোধ মিমাংসা করণ বোর্ড, জাতীয়তা সনদ, জন্মনিবন্ধন সনদ, শহরের দুঃস্থ জনগণকে বিনামূল্যে ঔষধ ও এ্যাম্বুলেন্স দিয়ে নাগরিক সেবা প্রদান করা হয়। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বিশুদ্ধপানি সরবরাহ ও দুর্গতদের বিভিন্ন রকম সেবা প্রদান করা হয়। পৌরসভার আয়বর্ধক প্রকল্প গ্রহণপূর্বক রাজস্ব আয় বৃদ্ধি করে নাগরিক সেবা প্রদানে আরো জোরদার করার পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের মধ্যে শহরের রাস্তাঘাট, পয়ো:নিষ্কাশন আধুনিকায়ন, শিশুপার্ক নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।