বান্দরবান পার্বত্য জেলায় লামা উপজেলাটি সাবেক মহকুমা এবং জেলার বৃহত্তম ও জনবহুল উপজেলা। নারী শিক্ষার উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী, পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি ১৯৯১ সালে স্থাপন করা হয়। ১৯৯২ সাল থেকে আনুষ্ঠানিক পাঠদানের মাধ্যমে যাত্রা শুরু হয়। বিদ্যালয়টি 1992 সালে নিম্নমাধ্যমিক হিসেবে এবং 1993 সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে। 01/01/1994 সালে নিম্নমাধ্যমিক হিসেবে এবং 01/07/1994 সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভূক্ত হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম.পি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ভৌত অবকাঠামোর উন্নয়নসহ আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে সময়োপযোগী পাঠদান ও সহ পাঠক্রমিক কার্যক্রম চলমান রয়েছে।
বান্দরবান পার্বত্য জেলায় লামা উপজেলাটি সাবেক মহকুমা এবং জেলার বৃহত্তম ও জনবহুল উপজেলা। নারী শিক্ষার উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী, পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি ১৯৯১ সালে স্থাপন করা হয়। ১৯৯২ সাল থেকে আনুষ্ঠানিক পাঠদানের মাধ্যমে যাত্রা শুরু হয়। বিদ্যালয়টি 1992 সালে নিম্নমাধ্যমিক হিসেবে এবং 1993 সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে। 01/01/1994 সালে নিম্নমাধ্যমিক হিসেবে এবং 01/07/1994 সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভূক্ত হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম.পি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ভৌত অবকাঠামোর উন্নয়নসহ আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে সময়োপযোগী পাঠদান ও সহ পাঠক্রমিক কার্যক্রম চলমান রয়েছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ | 01553603131 | amimtiaz69@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
জেবুন্নাহার বেগম | 01553244680 | znaherahm@gmail.com | |
মুহাম্মদ মহিউদ্দিন সাঈদী | 01521537529 | mohiuddinseidi@gmail.com | |
অংথোয়াইহ্লা মার্মা | 01553760966 | aungthowaihla65@gmail.com |
6ষ্ঠ- 124 জন, 7ম- 143 জন, 8ম- 128 জন,
9ম- 120 জন ও 10ম- 116 জন, মোট = 631 জন
2019→ মোট পরীক্ষার্থী 107, পাশ 93 জন
2020→ মোট পরীক্ষার্থী 76, পাশ 72 জন
2021→ মোট পরীক্ষার্থী 138, পাশ 128 জন
2022→ মোট পরীক্ষার্থী 96, পাশ 83 জন
2023→ মোট পরীক্ষার্থী 131, পাশ 113 জন
এসএসসি পরীক্ষায় 90% পাশ। সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষার্থীদের জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ।
দক্ষ মানব সম্পদ ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলা। পাবলিক পরীক্ষায় 100% পাশে উন্নীতকরণ।
Email- laghs103113@gmail.com
Website- //smarteducationbd.org/
Mobile- 01553603131
লামা পৌরসভা, লামা, বান্দরবান।
আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস